বিছমিল্লাহির রাহমানির রাহিম
নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদরাসা
প্রতিষ্ঠার ইতিহাস
উত্তর ফটিকছড়ির একমাত্র উচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদরাসা। এ মাদরাসাটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি অত্র এলাকায় অত্যন্ত সু-নামের সাথে দ্বীনি শিক্ষার মশাল জালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনায় জানা যায়, ১৯৪৫ সালের পূর্বে উত্তর ফটিকছড়িতে আলিয়া ভাবধারার কোন মাদরাসা ছিলনা। কাজীর হাট এমদাদুল ইসলাম মাদরাসাটি ১৯৪৫ সালের পুর্বে প্রতিষ্ঠিত হলেও তা ছিল কওমী ভাবধারায় পরিচালিত। জানা যায় মিরসরাই লতিফীয়া দরবার শরীফের তৎকালীন পীরজাদা পীর ফখরে বাংলা মাওলানা একরামুল হক লতিফীকে কাজীরহাট এমদাদুল ইসলাম মাদরাসায় ওয়ায়েজ হিসেবে দাওয়াত করা হয়। তিনি উক্ত মাহফিলে যাওয়ার সময় নারায়ণহাট এলাকা থেকে হুজুরের কিছু মুরিদ সফর সঙ্গী হন। মাহফিলে একপর্যায় আক্বীদাগত বিষয় তথা মিলাদ কিয়াম নিয়ে কওমী আলেমদের সাথে হুজুরের মতানৈক্য সৃষ্টি হয়। মতানৈক্যের একপর্যায় হুজুর মুরিদদেরকে নিয়ে সেখান থেকে চলে আসেন এবং নারায়ণহাটে অবস্থান করেন। তখন তিনি নারায়নহাট এলাকায় একটি সুন্নি মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে পরামর্শ করেন । বিষয়টিকে প্রধান্য দিয়ে এলাকাবাসী তখন অত্র এলাকার অন্যতম জমিদার মরহুম গোলাম মাওলা চৌধুরী (রঃ) এর সাথে যোগাযোগ করেন। তখন মরহুম গোলাম মাওলা চৌধুরী (রঃ) বিষয়টিকে গুরোত্ব দিয়ে এলাকার তরুন শিক্ষানুরাগী মরহুম কাজী সিরাজুল ইসলামসহ এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তিদের সাথে পরামর্শ সভার আয়োজন করেন। সে সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকলের পরামর্শ অনুযায়ী মরহুম গোলাম মাওলা চৌধুরী (রঃ)কে সভাপতি ও মরহুম কাজী সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তিকে সদস্য করে একটি কমিটি গঠন করেন। কমিটি মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য যে জমি নির্বাচন করেন তার মালিক ছিলেন জমিদার পাড়ার মরহুম আনিচুর রহমান। সকলের অনুরোধে তিনি তার উক্ত জমি মাদরাসার নামে ওয়াকফ করে দেন। মরহুম আনিচুর রহমানকে প্রথম দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
জমি ওয়াকফ হওয়ার পর ১৯৪৫ ইং সালে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শক্রমে নারায়ণহাট ইসলামিয়া মাদরাসা নামকরন করে এ মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদরাসা দাখিল স্বীকৃতি পায় ১৯৫৬ সালে এবং আলিম স্বীকৃতি পায় ১৯৮৫ সালে।
২৫/০৫/২০২৫ তারিখে গভরর্ণিংবডির সম্মানিত সভাপতি জনাব রকিবুল আলম চোৌধুরীর সার্বিক সহযোগিতা ও উতসাহে গভরর্ণিংবডির সম্মানিত অন্যান্য সদস্যদের প্রেরণায় ও শিক্ষক করর্মচারীদের সাথে নিয়ে অধ্যক্ষ আ,ও,ম ফারুক হোসাইনের অক্লান্ত পরিশ্রমের ফলে ফাজিল পাঠদানের অনুমতি পাওয়া যায়।